ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিস্তারের ‘দুই পা ফেলিয়া: দেশ ভ্রমণের দিনলিপি’র চতুর্থ পর্ব রাতে

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মে ১৮, ২০২১
বিস্তারের ‘দুই পা ফেলিয়া: দেশ ভ্রমণের দিনলিপি’র চতুর্থ পর্ব রাতে

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আমাদের প্রিয় ও সুন্দর দেশটাকে আরেকটু ভালো করে চেনা ও চেনানোর লক্ষ্যে ‘দুই পা ফেলিয়া: দেশ ভ্রমণের দিনলিপি’ নামে সম্প্রতি একটি ব্যতিক্রমী ভ্রমণ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘বিস্তার’।  

অনুষ্ঠানে বাবর আলী নামে এক মেধাবী তরুণ যিনি পেশায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক।

সম্প্রতি তার হেঁটে ৬৪ দিনে দেশের ৬৪ জেলা ভ্রমণের অত্যাশ্চর্য অভিজ্ঞতা বর্ণনা করেন চমৎকার তথ্যসমৃদ্ধ একটি সচিত্র উপস্থাপনার মাধ্যমে।

ধারাবাহিক এ সাপ্তাহিক অনুষ্ঠানমালার চতুর্থ পর্বটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৮ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিস্তারের কর্ণধার লেখক, অনুবাদক আলম খোরশেদ।         
  
নিম্ন উদ্ধৃত আন্তর্জাল সংযোগটির মাধ্যমে উৎসাহী যে কেউ এ অনুষ্ঠানে যুক্ত হয়ে তার উপস্থাপনা দেখতে, কথা শুনতে ও তার সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নিতে পারবেন।

এ আসরে সরাসরি যোগ দেওয়ার জুম লিংক:
https://us02web.zoom.us/j/85255003843?pwd=T2VoOGd3a3JFeVE3N2pNYmhLVktCQT09

Meeting ID: 852 5500 3843
Passcode: bistaar

আর বিস্তারের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক:
https://www.facebook.com/chittagongartscomplex/

সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে ভ্রমণানুরাগীরা বিশেষভাবে আমন্ত্রিত।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মে ১৮, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।