ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

বদরুজ্জামান আলমগীরের ‘দুই লাইনিয়া’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ১১, ২০২১
বদরুজ্জামান আলমগীরের ‘দুই লাইনিয়া’

বদরুজ্জামান আলমগীর একজন কবি, নাট্যকার ও অনুবাদক। জন্মেছিলেন ভাটি অঞ্চল কিশোরগঞ্জের বাজিতপুরে।

পড়াশোনা বাজিতপুরে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়। বহুদিন দেশের বাইরে- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় থাকেন। বাংলাদেশে নাটকের দল- গল্প থিয়েটার- এর প্রতিষ্ঠাতা সদস্য; নাট্যপত্রের সম্পাদক। নানা পর্যায়ে আরও সম্পাদনা করেছেন- সমাজ ও রাজনীতি, দ্বিতীয়বার, সাংস্কৃতিক আন্দোলন, পূর্ণপথিক, মর্মের বাণী শুনি, অখণ্ডিত। প্যানসিলভেনিয়ায় কবিতার প্রতিষ্ঠান ‘সংবেদের বাগান’-এর প্রতিষ্ঠাতা সদস্য।

 

দুই লাইনিয়া

১.
আসমানে ঈশ্বর নাই তিনি থাকেন ভাষায়
প্রেমানন্দে নাচে সুজন দুঃখ পাবার আশায়।

২.
পাতারা ঝরে পড়ার পর এই প্রথম বুঝি-
তাদেরও ব্যাকুলতা ছিল।

৩.
আমার বুকের ভিতর গৌতম বুদ্ধের বাড়ি
আমি যাই না, আসিও না কেবল অপেক্ষা করি।

৪.
কে দিলো জিয়াফত আমায় ঘুমে জাগরণে
মৌমাছির ঠোঁটে ঘুরি মধু আহরণে।

৫.
কোথাও নাই কোথাও নাই অন্য কোন হাটে
আমিই তোমার কবর রাখি অঙ্গ এবং হাতে।

৬.
কার্পাস তুলা কেন ছিঁড়েছিঁড়ে ডোবে
বলো তার তাফসির!

৭.
সত্য কবরের নিঃসঙ্গতায় নিজস্ব
সত্য নিজেই নিজের প্রতিপক্ষ।

৮.
পাখির দু'খানি পাখা-ই তার পা
আমার দু'খানি পা আমার পাখা।

৯.
আমাদের দেশে সেই সমাজ কবে হবে গো সৃজন
রচনাসমগ্রে নয়, প্রাণে রবে রবি কবি অনুক্ষণ।

১০.
আমরা সবাই অহর্নিশি পিকাসোরে এঁকে চলি
সত্যের অধিক স্পর্শকাতর মিথ্যা কথাটি বলি।

১১.
হাতের বালতি দড়ি ছিঁড়ে পড়ে গেলে
সে যে গৌতম বুদ্ধ- অমা আভা জাগে!

১২.
একজন অন্ধ বুদ্ধের সঙ্গে আরেকজন অন্ধ
বুদ্ধের দেখা হলে জগতের সবকিছু দেখা যায়।

১৩.
পথের ধারে কে গো আমি থান গোবরের গই
তোমার হাতে পুড়বো বলে বেড়ায় সেঁটে রই!

১৪.
আমি জন্মাবার আগেই
জন্মেছিল আমার কফিন।

১৫.
পথের কোন অভিযোগ নাই,
অভিযোগ করে পথিক।

১৬.
বাঙলায় ভালোবাসি, বাঙলায় দূরে সরে যাই
কাটা বিদ্যুতে, ব্যথায় মজি আমি সালামের ভাই।

 

বদরুজ্জামান আলমগীরের প্রকাশিত বই: 
আখ্যান নাট্য:
নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে, আবের পাঙখা লৈয়া।  কবিতা: পিছুটানে টলটলায়মান হাওয়াগুলির ভিতর, নদীও পাশ ফেরে যদিবা হংসী বলো, দূরত্বের সুফিয়ানা।  প্যারাবল: হৃদপেয়ারার সুবাস।  ভাষান্তরিত কবিতা : ঢেউগুলো যমজ বোন।  ছিন্নগদ্য: সঙ্গে প্রাণের খেলা।  নিবন্ধ: আশ্চর্য বতুয়া শাক ও কাঁচা দুধের ডিসকোর্স

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মে ১১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।