ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি শঙ্খ ঘোষের মৃত্যুর ৮ দিনের মাথায় চলে গেলেন স্ত্রীও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
কবি শঙ্খ ঘোষের মৃত্যুর ৮ দিনের মাথায় চলে গেলেন স্ত্রীও কবি শঙ্খ ঘোষ ও তার স্ত্রী প্রতিমা।

ঢাকা: প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের মৃত্যুর ৮ দিনের মাথায় চলে গেলেন তার সহধর্মিণী প্রতিমা ঘোষ।  

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোর ৫টায় করোনায় সংক্রমিত হয়ে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়েছিল ৮৯ বছর।

এর আগে গত ২১ এপ্রিল ভোরে কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত হয়ে কলকাতার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তখন থেকেই তার স্ত্রীও করোনায় আক্রান্ত ছিলেন। ১৪ এপ্রিল কবি ও তার স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু শঙ্খ ঘোষ চাননি বাড়ির বাইরে গিয়ে চিকিৎসা করাতে। তাই করোনায় আক্রান্তের পর কবির বাড়িতে আইসিইউর পরিকাঠামো তৈরি করে সেখানে চিকিৎসা চলে। পরে তার মৃত্যু হয়।

সারা জীবন অনাড়ম্বরভাবে জীবনযাপন করেছেন কবি শঙ্খ ঘোষ আর তার স্ত্রী প্রতিমা ঘোষ। প্রতিমা ঘোষও নিজ বাড়িতে নিভৃতবাসে থেকে চিকিৎসা নিয়ে অবশেষে বৃহস্পতিবার ভোরে মারা যান। প্রতিমা ঘোষের জন্ম জলপাইগুড়িতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শঙ্খ ঘোষের সহপাঠী ছিলেন প্রতিমা। তিনি লেখিকা ছিলেন। তার লেখা বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রতিমা ঘোষ কলকাতার বিদ্যাসাগর কলেজে (মর্নিং) অধ্যাপনা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।