ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

জিগাই জনে জনে

আবু মুসা চৌধুরী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
জিগাই জনে জনে আবু মুসা চৌধুরী

গুরু আমার মনের ময়লা যাইবো কেমনে,
আমি বইসা আছি খেয়াঘাটে
পারানি নাই মোর সনে।

এই সংসারের মতিগতি না বুঝিয়া
নিজের ঘরের সোনার চাবি না খুঁজিয়া
আমি ঘুরলাম বনে বনে
ও বন্ধু, ঘুরলাম অঘোর বনে।

আমি ধরতে চাইলাম ডাহুক পাখি
হায়রে আমার মায়ার জীবন
ছায়ার মতোন ফাঁকি।

পরান বন্ধু কোথায় থাকে
জিগাই জনে জনে
ও মুর্শিদ, জিগাই জনে জনে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।