ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

রাশিয়ান ঔপন্যাসিক ফিওদর দস্তয়েভস্কির জন্মবার্ষিকী উদযাপন

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
রাশিয়ান ঔপন্যাসিক ফিওদর দস্তয়েভস্কির জন্মবার্ষিকী উদযাপন

ঢাকা: বিশিষ্ট রাশিয়ান ঔপন্যাসিক ফিওদর দস্তয়েভস্কির ১৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র (আরসিএসসি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আরসিএসসি।

জন্মবার্ষিকী উপলক্ষে একটি ভার্চুয়াল সাহিত্য আড্ডার আয়জন করে তারা।

সভায় আরসিএসসি'র রাশিয়ান ভাষা কোর্সের বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় ফিওদর দস্তয়েভস্কির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক তাইবুল হাসান খান। সভায় সভাপতিত্ব করেন আরসিএসসি পরিচালক ম্যাক্সিম দোব্রখোতভ।

রাশিয়ান ঔপন্যাসিক ফিওদর দস্তয়েভস্কি তার 'ক্রাইম এন্ড পানিশমেন্ট', 'দ্যা ইডিয়ট' সহ বিভিন্ন উপন্যাসের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। উপন্যাস ছাড়াও ছোটগল্প ও প্রাবন্ধসহ রাশিয়ার সাহিত্যে তার অবদান উল্লেখ করার মতো।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।