ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘বাংলা গানের কাল-পরম্পরা: শ্রবণে, কথনে’ পর্ব-৫ রোববার সন্ধ্যায়

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
‘বাংলা গানের কাল-পরম্পরা: শ্রবণে, কথনে’ পর্ব-৫ রোববার সন্ধ্যায়

ঢাকা; বিস্তারের আয়োজনে বাঙালির নিজস্ব সংগীত-ঐতিহ্যের বিভিন্ন ধারা নিয়ে ‘বাংলা গানের কাল-পরম্পরা: শ্রবণে, কথনে’ শীর্ষক পাক্ষিক, ধারাবাহিক দৃশ্য-শ্রাব্য উপস্থাপনার ৫ম অধিবেশনটি রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
রোববার বিস্তার থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।  এই ব্যতিক্রমী সাংগীতিক আসরটি উপস্থাপনা করবেন কলকাতার মেধাবী ভাষাবিজ্ঞানী এবং নিবেদিতপ্রাণ সংগীত সংগ্রাহক-গবেষক রাজীব চক্রবর্তী।

নিম্নোদ্ধৃত অন্তর্জাল সংযোগটির মাধ্যমে উৎসাহী যে কেউ এই অনুষ্ঠানে যুক্ত হয়ে তার এই উপস্থাপনা উপভোগ এবং তার সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নিতে পারবেন। এই আসরে যোগ দেওয়ার জুম লিংক:
https://us02web.zoom.us/j/88628563626?pwd=ekFDVjBzeUJzN1FVSndqcTl5QndMdz09
Meeting ID: 886 2856 3626
Passcode: bistaar
এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজ থেকেও একই সঙ্গে প্রচারিত হবে। সেখানে এটি লাইভ দেখার লিংক: https://www.facebook.com/chittagongartscomplex/
সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে সব সংগীতানুরাগী সাদরে আমন্ত্রিত।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।