ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

সৈয়দ শামসুল হককে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলো কুড়িগ্রামবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
সৈয়দ শামসুল হককে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলো কুড়িগ্রামবাসী

কুড়িগ্রাম: কুড়িগ্রামে প্রবল বৃষ্টির মধ্যেই দেশবরেণ্য কবি, সব্যসাচী লেখক ও কুড়িগ্রামের কৃতি সন্তান সৈয়দ শামসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও কুড়িগ্রাম সরকারি কলেজ কর্তৃপক্ষসহ বিভিন্ন সংগঠন কবির সমাধিতে ফুল দেওয়া ও দোয়া অনুষ্ঠানে অংশ নেয়।

এছাড়া, কুড়িগ্রাম প্রেসক্লাব, আইন মহাবিদ্যালয়, উত্তরবঙ্গ জাদুঘর, কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানায়।

কুড়িগ্রাম সরকারি কলেজের প্রধান ফটকের পাশে কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপ্যাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস.এম আব্রামহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

এসময় চার বছর পেরিয়ে গেলেও সৈয়দ শামসুল হকের নামে স্মৃতি কমপ্লেক্সের কাজ আটকে পড়ায় দুঃখ প্রকাশ করেন আগত দর্শনার্থীরা। এছাড়া, দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় সমাধিটি পরে থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এফইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।