ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রকাশিত হলো সন্‌জীদা খাতুন সম্মাননা-সংকলন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
প্রকাশিত হলো সন্‌জীদা খাতুন সম্মাননা-সংকলন 

ঢাকা: দেশের সংস্কৃতির অভিভাবক সন্‌জীদা খাতুনের ৮৭তম জন্মবার্ষিকী ছিলো গত ৪ এপ্রিল। এ উপলক্ষে প্রকাশনা সংস্থা শোভা প্রকাশ আবুল আহসান চৌধুরী ও পিয়াস মজিদের সম্পাদনায় সম্প্রতি প্রকাশ করেছে ‘বড়ো বিস্ময় লাগে হেরি তোমারে’ সন্‌জীদা খাতুন সম্মাননা-স্মারক।

 

বইটিতে শঙ্খ ঘোষ, সরদার ফজলুল করিম, সাইফুদ্দৌলা, আনিসুজ্জামান, জিল্লুর রহমান সিদ্দিকী, রফিকুল ইসলাম, দেবেশ রায়, হাসান আজিজুল হক, সুধীর চক্রবর্তী, হুমায়ুন আজাদসহ সন্‌জীদা খাতুনের পরিবারের সদস্য, শিক্ষার্থী এবং দুই বাংলার বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের রচনা স্থান পেয়েছে। গ্রন্থে সংযুক্ত হয়েছে সন্জীদা খাতুনের প্রামান্য জীবনপঞ্জি ও গ্রন্থপঞ্জি। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ।

গ্রন্থটি সংগ্রহ করা যাবে শোভা প্রকাশের প্রধান বিক্রয়কেন্দ্র (৩৮/৪, মান্নান মার্কেট, তেতলা, বাংলাবাজার, ঢাকা-১১০০) এবং অনলাইনে রকমারিতে অর্ডার করে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।