ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

মকবুলা মনজুরের লেখায় মানুষের আখ্যান ভাস্বর হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
মকবুলা মনজুরের লেখায় মানুষের আখ্যান ভাস্বর হয়েছে

ঢাকা: বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেছেন, মকবুলা মনজুরের গল্প, উপন্যাসে এদেশের বিস্তৃত জনজীবন ও সংগ্রামমুখর মানুষের আখ্যান ভাস্বর হয়েছে সাবলীল ব্যঞ্জনায়। শিশুকিশোর সাহিত্যেও তিনি রেখেছেন স্বাতন্ত্র্যের স্বাক্ষর। তার একাধিক গল্প, উপন্যাস চলচ্চিত্রায়িত ও নাট্যরূপ লাভ করে বিপুলভাবে আদৃত হয়েছে।

কথাসাহিত্যিক মকবুলা মনজুরের প্রয়াণে বাংলা একাডেমির পক্ষে শোক প্রকাশ করে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলা একাডেমি মকবুলা মনজুরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে মকবুলা মনজুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও দুই ছেলেসহ বহু স্বজন-অনুরাগী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
ডিএন/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।