ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

জাবিতে ৬ দিনের নাট্যপার্বণ শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, মার্চ ২, ২০২০
জাবিতে ৬ দিনের নাট্যপার্বণ শুরু জাহাঙ্গীরনগর থিয়েটারের চার দশক পূর্তিতে নাট্যপার্বন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): ‘কালের করাঘাতে জেগে উঠুক দ্রোহের লাল’ স্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে ছয় দিনের নাট্যপার্বন শুরু হয়েছে। ১ মার্চ শুরু হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত এ উৎসব চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত।

রোববার (১ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নাট্যপার্বণের উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ।

এসময় জাহাঙ্গীরনগর থিয়েটারের পতাকা উত্তোলন করেন থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক ফারহান সাকিব।

পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিতে গিয়ে শেষ হয়। পরে সমাধিতে পুস্পস্তবক অর্পণ করের থিয়েটারকর্মীরা।

উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ মল্লিক, সহ-প্রচার সম্পাদক ফজলে রাব্বী প্রমুখ।

ছয় দিনের নাট্যপার্বণের শুরুর দিন রোববার (১ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাট্যদল তাড়ুয়ার পরিবেশনায় মঞ্চায়িত হয় নাটক ‘লেট মি আউট’।

আয়োজনের দ্বিতীয় দিন সোমবার (২ মার্চ) সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর থিয়েটারের পরিবেশনায় নাটক ‘দ্যা বেট’ মঞ্চস্থ হবে। মঙ্গলবার (৩ মার্চ) একই সময়ে একই স্থানে প্রাচ্যনাটের পরিবেশনায় নাটক ‘পুলসিরাত’, বুধবার (৪ মার্চ) আপস্টেজের পরিবেশনায় ‘রাত ভ’রে বৃষ্টি’, বৃহস্পতিবার (৫ মার্চ) নাট্যদল প্রাঙ্গনেমোরের পরিবেশনায় ‘ঈর্ষা’ মঞ্চস্থ হবে।

শুক্রবার (৬ মার্চ) জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রাক্তন ও বর্তমান নাট্যকর্মীদের পুনর্মিলনীর মাধ্যমে নাট্যপার্বণ শেষ হবে। এদিন গীতিকার ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুজজামানকে ‘গুণীজন’ সম্মাননা এবং আহম্মেদ কবীরকে নাট্যজন সম্মাননা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।