ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘বর্ণে বর্ণিল একুশ’ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
‘বর্ণে বর্ণিল একুশ’ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের ‘বর্ণে বর্ণিল একুশ’র ছবি আঁকলো স্বপ্নরথ স্কুলের সুবিধাবঞ্চিত শিশুরা

ঢাকা: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ‘বর্ণে বর্ণিল একুশ’র ছবি আঁকলো স্বপ্নরথ স্কুলের সুবিধাবঞ্চিত শিশুরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবামুলক সংগঠন ‘কালারিং লিটল স্মাইলস’র (সিএলএস) উদ্যোগে ও ট্রাভেলারস অব বাংলাদেশের সহযোগিতায় মিরপুর ১০ নম্বর সেকশনের ঝুটপট্টিতে এ আয়োজন করা হয়।

আয়োজনে কাগজের ওপর রঙের পরশে মনের কল্পনায় একুশের ছবি আঁকে শিশুরা।

আঁকা-আঁকির ফাঁকে দিনটির ইতিহাস জানানো হয় তাদের।

পরে ‘জলপুতুল পাপেটেস’ একুশ নিয়ে একটি পাপেট শো’র আয়োজন করে। একইসঙ্গে আগ্রহী শিশুদের নিয়ে আয়োজন করা হয় বিশেষ পাপেট ওয়ার্কশপ। শেষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলনা বিতরণ করা হয়।

‘কালারিং লিটল স্মাইলস’ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে বিশেষ দিনগুলো উদযাপন করার একটি স্বেচ্ছাসেবামুলক প্রচেস্টা। ২০০৬ সাল থেকে ‘কালারিং লিটল স্মাইলস’র স্বেচ্ছাকর্মীরা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘বর্ণে বর্ণিল একুশ’ এ প্রচেষ্টারই একটি অংশ যেখানে শিশুদের অংশগ্রহণমূলক বিভিন্ন আয়োজনের মাধ্যমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকেন সিএলএসের স্বেচ্ছাসেবকেরা।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।