ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

গালুমগিরি সংঘের ‘কবির কবিতা পাঠ’ ২৬ জানুয়ারি

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
গালুমগিরি সংঘের ‘কবির কবিতা পাঠ’ ২৬ জানুয়ারি

ঢাকা: গালুমগিরি সংঘের আয়োজনে ‘কবির কবিতা পাঠ’ তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হবে রোববার (২৬ জানুয়ারি)।

শনিবার (২৫ জানুয়ারি) গালুমগিরি সংঘের প্রধান সমন্বয়ক শিমুল সালাহ্উদ্দিনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার সন্ধ্যা ৬টায় প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের স্মৃতিবিজড়িত ‘দীপনপুরে’ হবে এ আয়োজন।

আয়োজনে ঘোষণা করা হবে, ফেব্রুয়ারি মাসে কবির কবিতা পাঠ কে করবেন।

এবারের আয়োজনে কবিতা পাঠ করবেন কবি সৈয়দ তারিক। কবির কবিতা পাঠে কবিতা পড়বেন, নিজের কবিতাজীবন তুলে ধরবেন কবিতায় স্বতন্ত্র এক স্বরের অধিকারী এই কবি। তাকে নিয়ে আলোচনা করবেন কবি ফরিদ কবির ও কবি হিজল জোবায়ের। থাকছে সবার জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বও। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।  প্রচার সহযোগিতার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজনটি সরাসরি প্রচার করবে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

এর আগে কবির কবিতা পাঠের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কবিতা পড়েছেন যথাক্রমে কবি শুভাশিস সিনহা, রায়হান রাইন, মাসুদ খান, জুয়েল মাজহার, আলফ্রেড খোকন, চঞ্চল আশরাফ, কাজল শাহনেওয়াজ, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, শামীম আজাদ, শামসেত তাবরেজী, ফরিদ কবির।

কবিদের কবিতা নিয়ে সারগর্ভ আলোচনা করেছেন নওশাদ জামিল, পিয়াস মজিদ, সুমন সাজ্জাদ, শোয়াইব জিবরান, সৈয়দ মনজুরুল ইসলাম, সাখাওয়াত টিপু, আজফার হোসেন, সোহেল হাসান গালিব, আব্দুন নূর তুষার, বিবি রাসেল, সলিমুল্লাহ খান, খালেদ হামিদী, খান রুহুল রুবেলসহ অনেকে। মুক্ত আলোচনা পর্ব পাঠকের কাঠগড়ায় কবি জমে উঠেছে প্রায় প্রতি অনুষ্ঠানেই।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।