ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

বীরগঞ্জে দুই বাংলার কবি সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
বীরগঞ্জে দুই বাংলার কবি সম্মেলন

দিনাজপুর: এপার বাংলা ও ওপার বাংলার কবিদের অংশগ্রহণে দিনাজপুরের বীরগঞ্জে কবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এই কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘মহান বিজয় দিবস-২০১৯’ উপলক্ষে কবি সম্মেলন ও সম্মাননা প্রদান ‘সাহিত্য সংগঠন শব্দশর’ এই কবি সম্মেলনের আয়োজন করে।

বীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কবি বাবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি মনোরঞ্জনশীল গোপাল।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক কবি ও গবেষক ড. মাসুদুল হক। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল জলিল আহমেদ, ভারতের কলকাতার কবি বন্দনা এস দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ কবি মোজাম্মেল হক। আলোচক ছিলেন ভারতের কলকাতার কবি প্রকৌশলী ভাস্কর বোস, দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি লাল মিঞা।

অনুষ্ঠানে ভারতের কলকাতার কবি বুলবুল সরকার রায়, কবি দেবমাল্য বসু, কবি বর্ণালী ঘোষ, কবি রিতা ঘোষ, বাংলাদেশি কবি রেজাউল আলম, কবি আবু বকর, কবি নিরঞ্জন রায়, কবি বাসব রায়, কবি আমিনুল ইসলাম আমিন, কবি মাজহারুল মোর্শেদ, বাদল রহমান, কবি শামসুজ্জামান সোহাগ, কবি ইসমত আরা জেরিন, কবি শাহিনা সুলতানা, কবি হাবিবা বেগম, কবি জুই জেসমিনসহ অর্ধ শতাধিক কবি অংশ নেয়।

অনুষ্ঠানে স্বরোচিত কবিতা আবৃত্তি, জাতীয় সংগীত পরিবেশন, সম্মাননা ক্রেস্ট প্রদান, কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এর আগে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক পুস্পার্ঘ্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।