ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

বেরোবিতে শাস্ত্রীয় সংগীত উৎসব অনুষ্ঠিত

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
বেরোবিতে শাস্ত্রীয় সংগীত উৎসব অনুষ্ঠিত

বেরোবি (রংপুর): শুদ্ধ সংগীতের ধারা অব্যাহত রাখতে তৃতীয়বারের মত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে শাস্ত্রীয় সংগীত উৎসব।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি মাঠে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আয়োজনে এ উৎসবে সুরের মূর্ছনা ছড়িয়ে দেন ভারত ও বাংলাদেশের বরেণ্য সংগীতজ্ঞজন।

সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্ধোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. শরিফা সালোয়ার ডিনা।

এ সময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি) আতিউর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক পরিমল চন্দ্র বর্মন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রায়হান, সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সাধারণ সম্পাদক সামশুল হক্ব, বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  আখতারুল ইসলাম বাংলানিউজকে বলেন, দেশ-বিদেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনা দেখতে পেরে অনেক ভালো লেগেছে। গতানুগতিক অনুষ্ঠানের বাইরে এ ধরনের অনুষ্ঠান আমাদের ভিন্ন অভিজ্ঞতা এনে দিয়েছে।

শিক্ষার্থী অসীমা সরকার বাংলানিউজকে বলেন, দেশীয় সংস্কৃতির এ আয়োজন তাদের মধ্যে  অন্যরকম আবহ তৈরী করেছে। পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমরা যখন পথভ্রষ্ট তখন এ ধরনের শাস্ত্রীয় সংগীতের বার বার আয়োজন আমাদের শুদ্ধ সংস্কৃতির বিকাশে অবদান রাখছে।

দেশীয় সংস্কৃতির এ আয়োজনে সংগীত ও নৃত্য পরিবেশনা করেন শুদ্ধ সংগীত পরিষদ রংপুর, ঠাকুরগাঁওয়ের শাশ্বতী মোহন্ত, ঢাকার ওয়ার্দা রিহাব, প্রিয়াংকা সরকার, মাহামুদুল হাসান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।