ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

কামাল হাসান চৌধুরীর ‘জীবনের ধারাপাত’র মোড়ক উন্মোচন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
কামাল হাসান চৌধুরীর ‘জীবনের ধারাপাত’র মোড়ক উন্মোচন কামাল হাসান চৌধুরীর ‘জীবনের ধারাপাত’র মোড়ক উন্মোচন-ছবি-বাংলানিউজ

ফেনী: ফেনীর বরেণ্য শিক্ষাবিদ, সংগঠক ও উন্নয়ন সমন্বয়ক কামাল হাসান চৌধুরীর আত্মজীবনীমূলক বই ‘জীবনের ধারাপাত’র মোড়ক উন্মোচিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের মিজান রোডস্থ সুইড মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।  

ফেনী 'ল' কলেজের অধ্যক্ষ সাংস্কৃতিক সংগঠক রাশেদ মাজহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, ডিডি এলজি দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকে এনামুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আখতারুননেসা শিউলী, সাউথ-ইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কামাল উদ্দিন আহমেদ।

এছাড়াও বক্তব্য দেন ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রাক্তন শিক্ষক রফিকুর রহমান, ফেনী সহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন, বইটির প্রকাশনা সংস্থা ভাটিয়াল প্রকাশনের প্রধান আরিফুল আমীন রিজভী।  

বইটি সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা প্রশাসক বলেন, বইটি ফেনীর ইতিহাস ঐতিহ্য'র তথ্য বিষয়ে গুরুত্বপূর্ণ সংযোজন। লেখকের সংগ্রামী ও সাংগঠনিক জীবনের মধ্য দিয়ে ফেনীর উন্নয়নের কথাগুলো উঠে এসেছে।  

পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন লেখকের সন্তান মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মো. সাজজাদ উল হাসান।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮ 
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।