ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

হরবোলার কুড়িতে আবৃত্তির ছন্দে মহাভারত

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
হরবোলার কুড়িতে আবৃত্তির ছন্দে মহাভারত আবৃত্তি প্রযোজনায় শিল্পীরা-ছবি-বাংলানিউজ

ঢাকা: মহাভারতের চারটি পরস্পর সংলগ্ন বিপরীতধর্মী চরিত্র কচ, দেবযানী, কর্ণ ও কুন্তী। তাদের আবর্তেই বহুমুখী জিজ্ঞাসা নিয়ে সাজানো হয় আসর। আর সে আসরে মহাভারতের আখ্যানভিত্তিক রূপায়ণের নাম ‘প্রাকযুগে পুরোভাগে’।

আবৃত্তি সংগঠন হরবোলা পূর্ণ করেছে তাদের পথচলার দুই দশক। এ উপলক্ষে সংগঠনটি 'এক কুড়ি' শিরোনামে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।

তারই অংশ হিসেবে রোববার (৭ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আবৃত্তি প্রযোজনা ‘প্রাকযুগে পুরোভাগে’।

পৌরাণিক মহাকাব্য অবলম্বনে 'প্রাকযুগে পুরোভাগে'র আখ্যানভিত্তিক প্রযোজনাটিতে উঠে এসেছে পুরাণ ও ইতিহাসনির্ভর কাহিনী।  

কাজী মাহতাব সুমনের নির্দেশনায় প্রযোজনাটির আবর্তে স্থান পেয়েছে বহুমুখী জীবন জিজ্ঞাসা।

সন্ধ্যার এ প্রযোজনায় অংশ নেন বিপ্লব সাহা, সুমনা দত্ত, অনুপমা শিখা, ফয়সাল অনন্ত, নুযহাত আলম, কিফায়াত আনিকা, হৃদি সুকন্যা, মাশফিকুল হাসান টনি, সোলায়মান খান আপন ও কাজী মাহতাব সুমন। এসময় তালযন্ত্রে ছিলেন শাওন এবং আবহ সুরে ছিলেন বাদশা ও গোপাল বিশ্বাস।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা; অক্টোবর ০৭, ২০১৮
এইচএমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।