ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

গুচ্ছ কবিতা | মনিরুজ্জামান শামীম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
 গুচ্ছ কবিতা | মনিরুজ্জামান শামীম গুচ্ছ কবিতা | মনিরুজ্জামান শামীম

পদ্মপাতা

*

এত যে তুমি ফিরিয়ে দাও, দাও অবহেলা,

তবুও কি আমার এতটুকু শিক্ষা হলো!

সেই তো ভিখিরি রয়ে গেলাম আজও সারাবেলা,

খড়কুটো হয়ে হাওয়ায় উড়ছি তো উড়ছি, এতটুকু ঠাঁই কি হবে বলো? 

*

আজকাল জীবনের সার্থকতা বলতে তোমাকে বুঝি,

প্রশান্তি বলতেও বুঝি পদ্মপাতার মতো তোমার নরম কোল।  

আজকাল জীবনের গন্তব্য বলতে বুঝি একলা ছোটাছুটি

তোমার শুভ্র উঠোনে, প্রিয়তমা যেন ম্যাগনোলিয়া ফুল।

*

আমার কী আছে আমাকে যে ভালবাসো,

আমি যে দেশহীন, নদীভাঙা মানুষের মতো নিঃস্ব।

*

মহাবিশ্বের তাবৎ ফুল, বৃক্ষ, উদ্যান, মেঘ

আশীর্বাদরত আমাদের জন্য;

আসো পাঠ করি সেইসব ঐশ্বরিক আবেগ,

কী আছে আর জীবনে; চল দুরন্ত হই, হই পুণ্য।

*

কতটা আরাধ্য তুমি, কতটুকু সাধনার,

এই পরবাসী জীবন জানে তুমি কেবলই গহীন আঁধার।

*

তোমার ক্ষমতা আছে, তুমি কেবল পারো ভাঙতে আর ভাঙতে,

আর পারো উড়ে যেতে, উড়ে গিয়ে হও বিষ স্ট্যাচু অব লিবার্টি, 

কিংবা পারো সম্রাজ্ঞীর মতো মাদাম তুসো মিউজিয়ামে আশ্রয় নিতে।

তোমার ক্ষমতা আছে, দয়া করো; আলোর সুতোয় বুনে দাও একখানা ঘর খাঁটি।   

*

দূরে গিয়ে থাকবে কার নিঃশ্বাসের কাছে, 

লোকাবে কার কৃত্রিম ফোয়ারায়;

দেখতে কি পাও না বিদগ্ধ একজন বসে আছে,

তোমার সবুজ ছায়ায় ছায়ায়।

*

আমার কী সাধ্য তোমাকে বুঝি,

তুমি কি বার্ড অব প্যারাডাইস!

আমার কী সাধ্য তোমাকে খুঁজি,

তুমি কি বাংলার রাজহাঁস।

*

আজ সারাদিন আমাদের যৌথ রিকশা ভ্রমণ,

আজ সারাদিন স্বপ্নের সঙ্গে বসবাস।

আজ সারারাত একটা পাখি গাইছে অভিমান,

আজ সারারাত ঘুমাব না আমি, বুকে বইছে সুখের বাতাস।

*

আবার কি দেখা হবে তোমার আর আমার,

যেমনটা দেখা হয় খরায় চৌচির হওয়া বিস্তীর্ণ ভূমি আর এক পশলা বৃষ্টির।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।