ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

দিরাইয়ে শাহ আবদুল করিম লোক উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
দিরাইয়ে শাহ আবদুল করিম লোক উৎসব শুরু দিরাইয়ে শাহ আবদুল করিম লোক উৎসব শুরু

সুনামগঞ্জ: সুনামগঞ্জে শুরু হয়েছে ১২তম শাহ আবদুল করিম লোক উৎসব।

শুক্রবার (০২ মার্চ) সন্ধ্যায় বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মভিটা সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে দু’দিনের এ লোক উৎসব শুরু হয়।

উৎসবের এবারের প্রতিপাদ্য- ‘স্বাধীন বাংলায় রে বীর বাঙালি ভাই/শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে
তোলা চাই’।

যা তারই গান থেকে নেওয়া।  

এ লোক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহ আবদুল করিমের শীষ্য বাউলরা।

উৎসবে দেশ বিদেশ থেকে ভক্ত-শীষ্যরা এসে
জড়ো হয়েছেন।

শনিবার (৩ মার্চ) রাতে দু’দিন ব্যাপী উৎসব শেষ হবে।

উজানধল গ্রামবাসী আয়োজিত উৎসবটির প্রথম পর্ব শুরু হয় বাউলের স্বাধীনতা বিষয়ক গান দিয়ে।

অনুষ্ঠান পূর্ব আলোচনায় শাহ আবদুল করিমের একমাত্র ছেলে শাহ নূর জালাল
বলেন, বাবা দেশ ও মানুষের পক্ষে কথা বলেছেন। তিনি স্বাধীনতা নিয়ে যে গানটি রচনা করেছেন সেই ঐতিহাসিক গান দিয়ে এবার উৎসবের উদ্বোধন করা হয়েছে।

তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলন, পূজিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী যেসব গান লিখেছেন স্বাধীনতার মাসের এই উৎসবে সেসব গান পরিবেশন করা হবে।

উৎসবে স্থানীয় বাউল শিল্পীরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন।

আলোচনা শেষে শাহ আবদুল করিমের প্রধান শীষ্য বাউল আবদুর রহমান ‘আগে কী
সুন্দর দিন কাটাইতাম’ গান দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করেন। একে একে বাউল নূর জালাল, ফারুক, আপেলসহ অনেকে গান পরিবেশন করেন। শাহ আবদুল করিমের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

বাউল সম্রাটের জীবদ্দশায় ২০০৬ সাল ২ মার্চ দু’দিন ব্যাপী উৎসবের শুরু করেছিলেন স্থানীয়রা।  

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।