ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

শওকত আলীর মৃত্যুতে আসাদুজ্জামান নূরের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
শওকত আলীর মৃত্যুতে আসাদুজ্জামান নূরের শোক

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক শওকত আলীর (৮১) মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক বার্তায় আসাদুজ্জামান নূর এ শোক জানান।

শোকবার্তায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশের কথাসাহিত্যিকদের নাম উচ্চারণ করলে প্রথমেই যাদের নাম আসে তিনি শওকত আলী তার মধ্যে অন্যতম।

তিনি বাংলাদেশের কথাসাহিত্যে নতুন মাত্রা যোগ করেছেন। কথাসাহিত্যের চর্চা ও বিকাশে তার অবদান অপরিসীম। মহান এ কথাসাহিত্যিককে এদেশের মানুষ বিশেষ করে সাহিত্য-সংস্কৃতিজন দীর্ঘকাল স্মরণে রাখবে।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে আসাদুজ্জামান নূর শওকত আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে একইদিনে সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ, পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় কথাসাহিত্যিক শওকত আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।