ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ওপর নির্মিত ‘তখন পঁচাত্তর’

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ওপর নির্মিত ‘তখন পঁচাত্তর’ ‘তখন পঁচাত্তর’ তথ্যচিত্রটির প্রদর্শনী শেষে আলোচনা অনুষ্ঠান

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ওপর নির্মিত তথ্যচিত্র ‘তখন পঁচাত্তর’ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে এ তথ্যচিত্রটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে তথ্যচিত্রটির প্রদর্শনী শেষে আলোচনা অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিত্রনাট্যটি দেখে স্মৃতির পাতায় অনেক ছবি ফুটে উঠলো। বঙ্গবন্ধুকে নিয়ে এমন একটি তথ্যচিত্র সত্যিই অসাধারণ।

আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, গণমাধ্যম ব্যক্তিত্ব আবেদ খান, আরটিভি’র অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিবসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।

তিয়াস মাল্টিমিডিয়ার ব্যনারে নির্মিত তথ্যচিত্রটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, এসএম মহসীন, রুনা খান, শ্যামল মওলা কর প্রমুখ।

চিত্র্যনাট্য নির্মাণ করেছেন মিরণ মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এইচএমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।