ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

কিশোরগঞ্জে ৩ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
কিশোরগঞ্জে ৩ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল এ মেলার উদ্বোধন করেন।

এসময় আরও ছিলেন-আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার রায়, ভ্রাম্যমাণ বই মেলার ইউনিট ইনচার্জ আবদুল মালেক, অর্গানাইজার দেলোয়ার হোসেন প্রমুখ।

মেলা চলবে ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।