ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

দু’টি কবিতা | মাছুম কামাল

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
দু’টি কবিতা | মাছুম কামাল দু’টি কবিতা | মাছুম কামাল

গাইড
অত্যুৎসাহী ট্যুরিস্ট গাইডের মতো বাতলে দিচ্ছ পথ 
অনাদিকাল হতে আমি অনুসরণ করে যাচ্ছি তোমাকে
এই নীলকর পৃথিবী তাঁবেদারি করছে সমগ্র শরৎ

এমন চিনিয়ে যাচ্ছে প্রেমিকার চাতুর্য, বন্ধক দিচ্ছে প্রেম যে যাকে
তখনও আবিষ্কার হয়নি অলংকার জৌলুসে
ভরপুর রূপক,
শব্দের নটবর আমি ছিলাম শ্রীহীন কৌমার্য 
তোমাকে মেনেছি জীবনের গোপন ধ্রুবক,
এবং শাণিত আঘাত আরোপ করলাম যা তুমি করেছ ধার্য।
 
মিরর ইমেজ 
পায়ের তলা থেকে সরে যাচ্ছে মাটি যাচ্ছেতাই
যা ইচ্ছে তাই ঘটে যাবে আমার সাথে একা একাই 
যেমন স্বেচ্ছাচারে ফলের ঝুরি ঝরায় পৃথিবীর আদিম অশোক 
স্পষ্ট অসম্ভবতা লিখে রাখিনি তাই নেই কোনো মাপজোক 
অর্থদ্যোতনায় ফুটে আছে কতক ব্যথার কারুকাজ 
ছিপি খানেক দূরত্বের বৈতরণী 
স্যাকরার মাথায় যেমন অলঙ্কারের অস্পষ্ট ভাজ 
বলি ফুরোবার কথা মনে ও ধ্যানে একান্ত একলা সংগোপনে 
শেষতক তাও থেকে যাওয়ার আছে সহস্র আকুল বায়না 
মিরর ইমেজে নিজেকে দেখে আশ্চর্যান্বিত হয়ে যাই 
আদতে কে সঠিক আমি না আয়না?
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।