ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

আমার অস্পষ্ট শৈশব | রেবেকা ইসলাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
আমার অস্পষ্ট শৈশব | রেবেকা ইসলাম আমার অস্পষ্ট শৈশব | রেবেকা ইসলাম

আমার অস্পষ্ট শৈশব

আমার হিজিবিজি আঁকিবুকি খাতা

পাতায় পাতায় যার গন্ধর্ব সকাল,

 

 

তারপর সহস্র দিন চলে গেলো জলকেলি করে

সময়ের সাথে আলিঙ্গনাবদ্ধ হলো আবেশে,

বিকেলগুলো সহাস্যে ইজারা নিলো

নাম না জানা কারও হাত,

বসে রইল স্মৃতির শহর শীতলক্ষ্যার পাড়ে

ধানরঙা শাড়ির আঁচলসন্ধ্যার

পিছু পিছু এলো রাতের নৈবেদ্য আকাশ,

ধুতুরার বিষে জ্যোৎস্নার তিল ফোঁটা

অলকানন্দার দীর্ঘ ঘুম

সজনে ফুলের পাপড়ি ঝরে গেলো

আমার শৈশব আর কৈশোরিক স্মৃতির

আবছায়া ঝাপসা উঠোনে।


বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।