শুক্রবার (১২ মে) দাগ’র সহযোগিতায় রবীন্দ্র জার্নাল আয়োজিত অনুষ্ঠানে সাহিত্য পুরস্কার ছাড়াও একশো কবির কণ্ঠে ‘চেতনায় জয়বাংলা কবিতা’ পাঠের আসর বসে।
অনুষ্ঠান উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।
এছাড়াও বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজী রোজী, কবি শেলী সেন গুপ্তা, কবি হাসান হাফিজ, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি কামরুল হাসান, কবি আদিত্য নজরুল, কবি দেওয়ান শামসুর রকিব, ছড়াকার আলম তালুকদার, কবি তুষার কবির, কবি মিজানুর রহমান বেলালসহ দুই বাংলার নির্বাচিত একশো কবি।
দাগ সাহিত্য পুরস্কারের অনুষ্ঠান
অনুষ্ঠানের একটি পর্বে দাগ সাহিত্য পুরস্কার-২০১৭ দেওয়া হয়। এবার পুরস্কার পেয়েছেন সেলিনা হোসেন (কথাসাহিত্য), হাসান হাফিজ (কবিতা), দেওয়ান শামসুর রকিব (নাটক), আদিত্য নজরুল (তরুণ কবি), সাইফুর রহমান (প্রবন্ধ)। এছাড়া জাতীয় জাগরণে একটি মাত্র ‘দাগ পুরস্কার-২০১৭’ পেয়েছেন চ্যানেল আই, ভাগ্যলক্ষ্মী (উদ্যাক্তা)।প্রথম পর্বে জয়বাংলা কবিতা পাঠ করেন কবি কামরুল বাহার আরিফ, আবুহেনা মোস্তাফা কামাল, তুলি রহমান, মিলন সব্যসাচী, আরিফ নজরুল, প্রত্যয় হামিদ, খালেদ রাহী, জেবুননেসা হেলেন, চন্দ্রশিলা ছন্দ্রা, তুসার প্রসূন, জাহান আলী, ওয়াদুদ মোস্তাফা ফাহিমসহ একশোজন কবি।
সঞ্চলনা করেন যৌথভাবে ছড়াকার আলম তালুকদার, কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল, অভিনেত্রী সাদিয়া জাহান বন্যা।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এএ