ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

ভাষার অধিকার । অমিয় দত্ত ভৌমিক

কবিতা--শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
ভাষার অধিকার । অমিয় দত্ত ভৌমিক

জন্মগত অধিকার বাঁধা পড়ে আছে
হায়েনাদের জালে
কেমনে পাব সেই অধিকার
হারিয়ে যাচ্ছে যা অন্তরালে?
পাষাণে বাঁধিয়া করেছি যে পণ
করিব স্থাপন অধিকার
যায় যদি যাক রক্তধারা
পিছু হটব না আর
আমার মাটি আমার ভাষা
আমিই করিব সৃজন
পরোয়া করি না কারও আগ্রাসন
বলিবে যা যখন তখন
কে আছ কোথায় এসো রাজপথে
সময় কী আর আছে?
নেই হাতিয়ার তাতে কী
বলে যে বলুক পিছে
প্রতিবাদ জানাতে জাগ্রত জনতা
রাজপথে হাজার হাজার
মেনে নিতে হবে সকল দাবী
বিনে আছে কী মানে বাঁচার?
বুলেটের আঘাতে ঝরেছে প্রাণ
দমিনি একটিবার
রক্ত দিয়ে এনেছি ন্যায্য অধিকার
বাংলা ভাষা আমার।


বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।