ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

ইতিহাসে রবে

অ্যালেক্স আলিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
ইতিহাসে রবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এক

গণজাগরণ মঞ্চ তোমার
বয়স হলো তিন।
কাদের মোল্লার ফাঁসি হলো
নাচি তাধিন ধিন!

দুই

গণজাগরণ মঞ্চ তুমি
ইতিহাসের পাতায়।


গণজাগরণ মঞ্চ এখন
সারা বাংলা মাতায়।

তিন

গণজাগরণ মঞ্চ তোমার
তুলনা কি আছে!
মা জননী গড়লো তোমায়
জয় বাংলা ছাঁচে!

চার

বয়স তোমার তিন পেরুলো
সামনে যাবে আরো।
ষড়যন্ত্রী আপোষকামী
ধার ধারিনা কারো!

পাঁচ

বয়স তোমার তিন পেরুলো
সামনে যেতে হবে
গণজাগরণ মঞ্চ তুমি
ইতিহাসে রবে।

ছয়

বয়স তোমার তিন পেরুলো
আছি তোমার সাথে।
বন্ধুরা সব এদিক ওদিক
হাতটা রাখো হাতে।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।