ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

চা শ্রমিকের জমি রক্ষার দাবিতে ‘চিত্রকাব্য কনসার্ট’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
চা শ্রমিকের জমি রক্ষার দাবিতে ‘চিত্রকাব্য কনসার্ট’

ঢাকা: ‘চা শ্রমিকের ধান্য জমি কেড়ে নেয়া যাবে না’ স্লোগানে প্রতিবাদী গান পরিববেশনা, কবিতাপাঠ, নাটক মঞ্চায়ন ও ছবি-প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ‘সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি’।

আগামী শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে।



সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটে চান্দপুর চা বাগানে ইকনোমিক জোন স্থাপনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে শিল্পী, কবি, চিত্রশিল্পী, নাট্যাভিনেতা, নাট্য সংগঠন ও চলচ্চিত্র নির্মাতাদের জোট ‘সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি’ এ কর্মসূচি নিয়েছে।

কর্মসূচির মধ্যে থাকছে আলোকচিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনী, নাটক মঞ্চায়ন, কবিতা পাঠ ও ‘চিত্রকাব্য কনসার্ট’।   

শনিবার সকাল ১১টায় গানের মিছিল দিয়ে শুরু হবে কর্মসূচি। এরপর দিনব্যাপী চলবে ছবি, নাটক, কবিতা পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিভিন্ন ব্যান্ড ও সংগীত শিল্পীদের কনসার্ট।

ছবি প্রদর্শনী
অমল আকাশ, আশিকুল ইসলাম রাহাত, জয়শ্রী মজুমদার, জাহিদুল হক, জাহিদ জামিল, নক্ষত্র নিপুন, নাসির আহাম্মদ, ফয়জুল্লাহ আনান, ফারহান শাহরিয়ার পুলক, মঞ্জুরে আহসান অলি, মং মং শে, মাইশা লাবিবা খান, মোশাররফ খোকন, লুবনা চর্যা, শিমুল রনজিত পাল, সোহাগ হাবিব, সুমনা আক্তার, সামান্তা শারমিন, সুদীপ্ত অর্ক।

নাটক
তীরন্দাজ, প্রাচ্যনাট, প্রতীক থিয়েটার (দেউন্দি চা বাগান) ও এই বাংলায়।
 
কবিতা পাঠ করবেন
অনুপ চন্ডাল,অশোক আশরাফ, আহমেদ নকীব, আহমেদ বাবলু , আয়শা ঝর্ণা, কাজল শাহনেওয়াজ, ইফতেখার হেলাল, জাহেদ সরোয়ার, জাহিদ জগত, বিপ্লব সাহা, মাহবুব হাসান, মাহফুজ জুয়েল, মারুফুল আলম, নভেরা হোসেন, রফিউর রাব্বি, রহিমা আফরোজ মুন্নী, শাম সোলমান, শামীম ফারুক, শ্মশান ঠাকুর, সুহৃদ শহীদুল্লাহ, স্বদেশ বন্ধু সরকার, হাসিবা আলী বর্ণা।

প্রামাণ্যচিত্র
মোল্লা সাগর, হুমায়রা বিলকিস

আলোকচিত্র
ফায়হাম ইবনে শরীফ, মাহমুদা খাঁ, মোহন রবিদাস।

সঙ্গীত
অর্জন, অজ্ঞাতনামা, আকিল আশরাফ, কফিল আহমেদ, কৃষ্ণকলি ও গানের দল, গানপোকা, চারণ, চিত্রপট, চিৎকার, জলের গান, দূর্গ, প্রতীক থিয়েটার (দেউন্দি চা বাগান), বিবর্তন, বিস্কুট, ভাটিয়াল শহুরে, নিউ সোনার বাংলা সার্কাস, মনোসরণী, মাদল, মেহেদি হাসান নীল, মৃত্তিকা, মাহা মির্জা ও শর্মী আহমেদ, রায়হান সোহেল, লোকরঙ, লীলা, সমগীত, সহজিয়া, সর্বনাম, সপ্তসিন্ধু, সংবিঘ্ন পাখিকূল, সাংস্কৃতিক ইউনিয়ন, সায়েম জয়, সানি ও সানফ্লাওয়ার, সিনা হাসান, সৈয়দ ফরহাদ, সৌরভ।

প্রসঙ্গত, সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটে চা বাগানে ইকনোমিক জোন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে ৪টি চা বাগানের অন্তত ৫ হাজার শ্রমিক কাজ বন্ধ রেখে গত নভেম্বর মাস থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে। তাদের দাবি চান্দপুর চা বাগানের ৫১১.৮৩ একর কৃষি জমিকে অকৃষি খাস জমি দেখিয়ে সরকার স্পেশাল ইকোনোমিক জোন প্রতিষ্ঠার চেষ্টা করছে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন হলে চরম সংকটে পড়বে তাদের জীবনযাপন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।