ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

নষ্ট সময়ের আষ্ট কবিতা | আসাদ জামান

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
নষ্ট সময়ের আষ্ট কবিতা | আসাদ জামান

১.
নষ্ট নারীর নষ্ট চুল
নষ্ট খোঁপা নষ্ট দুল
নষ্ট শরীর নষ্ট মন
আরে! এমন নষ্ট মেয়ের ‍
নষ্ট ঠোঁটে কে দিল চুম্বন!!

২.
আর পারি না প্রিয়ার ঠোঁটে
রাখতে আমার ঠোঁট
উঠ পাখির মতো দৌড়াতে পারি
উড়তে পারি না—
লিখতে জানি না
জীবনের ডায়রি নোট

৩.
আবার ফাগুন এলো ইটের ভাটায়
পুড়ে পুড়ে ছাই হলো
কবির ঘুড়ি ও লাটাই

৪.
নির্জন মাঠ
ফসল কেটে ঘরে গেছে চাষা
রেখে গেছে পায়ের কিছু ছাপ
আনন্দে গৃহিণী তার
হারিয়েছে ভাষা!

৫.
উদোম নারীর উদোম মন
উদোম দেহে নিঘুম বন
কাম জোয়ারে কাঁপে;

আমি এলেই ভাটার টান
ছুটে পালায় নদীর বান
কৃচ্ছ্রতার নিক্তি দিয়ে মাপে।

আমি এলে গয়া-কাশী
প্রার্থনায় সে রত,
ওরা এলেই বৃন্দাবন
দোলে অবিরত!

৬.
কী আশ্চর্য!
একটুও পুড়লে না তুমি
অথচ কত জ্বলন্ত আগুন
ঢেলে গেল কত জন
তোমার নাভিমূলে!

৭.
আর কোনো দায় নেই
নেই কোনো দেনা
মনে রেখো—
তোমার নষ্ট সময়গুলো
আমার শ্রেষ্ঠ প্রেমে কেনা

৮.
কাম দিয়ে প্রেম ওজন করে
খুঁজছো মহাজন
ঘাটে ঘাটে নোঙ্গর তোমার
কত আয়োজন।



কেমন দামে বিকোও তুমি
বাজার কেমন চড়া,
প্রেম নিয়ে রই ‘নিঝুম দ্বীপে’
তুমি আখাউড়া।



বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।