ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

একগুচ্ছ কবিতা | মারিয়া রিমা

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
একগুচ্ছ কবিতা | মারিয়া রিমা

স্টপিজ

নলাবাড়ি স্টেশনে
প্রেমিক ঘুমায় কাঁধে
দোলনচাঁপা হাসে
ঘন অন্ধকারে
বাস মোটরযানের আলো
হেয়ালি বৃষ্টি ঝরে
প্রেমিক ঘুমায় কাঁধে।
নলাবাড়ি স্টপ
না চলুক সিগন্যাল
বৃষ্টিসন্ধ্যা বয়ে চলুক।


ভাবনার জীবন
কাঁধে ভর করে
মাথায় জ্যাম চেপে
চোখ বেঁচে থাকে
দোলনচাঁপা হাসে।
 
 
কর্পোরেট

আমার ডুকরে ওঠা কান্না জল গড়িয়ে
যায় কর্পোরেট কাজে
আমার মন লুকায় তবু চাহিদা হা
করে গিলে গিলে নেয় ভদকা!
পিতার আক্ষেপ তাই পুড়ে পুড়ে যায় খড়
সন্ধ্যা হলেই মনখারাপের সেই একলা থাকা দিন
জুয়ার চাকায় ঘুরে ঘুরে ফেরে না তাস
বুঝে বুঝে ভারী মুখে চৌকস তাকিয়ে থাকা
কারো ঈর্ষায় জ্বলে গেল বুকটা


স্পন্দন

আমাদের ভোরের কাঁথাটি ওম খুঁজছিল
ফটকের হেলে থাকা দরজা
শালিকের ঘুঙুরনাচন পা
কুয়াশা কেটে কেটে
গাড়ির হেডলাইট দূরত্বে পথ
পেরিয়ে অন্ধকারে এই প্রেম
ঘুমকাতুরে চোখ
মিষ্টি একচিলতে সংসার
সেখানে হৃদপিণ্ড কানে বাজুক
লাব-ডাব লাব-ডাব লাব-ডাব...


পরাবাস্তব

ভুবন ছেড়ে যখন লুকিয়ে রই
অন্ধকার লেবুর তলে বাসা ছিল
পর্দার ফাঁক যখন মিলে গেল
আমার অপেক্ষা কুণ্ডুলি পাকিয়ে
ঘুম বুঁজেছিল অসহায় চাদরে
পরাবাস্তব শব্দের মাঝে স্বপ্ন
সাপ আর থেঁতলে যাওয়া সরীসৃপটি
মাথা উঁচিয়ে ফুঁসছিল
শর্ট সার্কিটে বেতাল হওয়া মগজ
দুলে দুলে মাথার ব্যামো হাতড়াচ্ছিল
দূরদর্শনে নরনারীরা গাচ্ছিল; নাচছিল
হেসে হেসে আবার কাঁদছিল


বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।