ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

একজোড়া কবিতা | সায়েম খান

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
একজোড়া কবিতা | সায়েম খান

ঝাউবনটা দেখেছে সব

ঝাউবনটা অনাদিকালের সাক্ষী,
মনে পড়ে কোনো এক মাঘে, কুয়াশাচ্ছন্ন রাতে
তুমি ঠায় দাঁড়িয়ে, আমার অপেক্ষায়।
স্টেশনের পাশে ওই ঝাউবনটা ছিল তোমার প্রহরী।


আমি আসব বলে তোমার সেই অনাদিকালের অপেক্ষা।
ফুটফুটানি ভালোবাসার তরে তোমার সেকি ছটফটানি উল্লাস।
তোমার দৃষ্টির নিঃসীম অন্তরালে শুধুই এক আগন্তুকের অভ্যর্থনা।
অপেক্ষার ক্ষণ যেন দুঃসহ বেদনা।
ট্রেনটা চলছে বৃদ্ধ বাইসনের মতো,
পূর্বাচলের হাওয়ায় দুলতে দুলতে।
তুমি নিবিষ্ট চিত্তে চেয়ে আছো দৃষ্টির শেষ সীমানায়,
আমার না আসা, তোমার অপেক্ষা, ভালোবাসার প্রতীক্ষা।
ট্রেনটা আর আসবে না তোমার কাছে, আমিও না,
একটা ধ্বংসস্তূপের মাঝে কিছু ছিন্নবিন্ন মাংসপিণ্ড হয়ে আছে
তোমার ভালোবাসা।
প্রথম দেখার পরের দেখা আর হয়নি,
ঝাউবনটা দেখেছে সব।
ঝাউবনটা আজও অনাদিকালের সাক্ষী।


আমি তোমায় দেব

আমি তোমায় দেব শতাব্দীর শ্রেষ্ঠ চুম্বন
দেব বিষাক্ত ভ্রুণ থেকে নিষিক্ত সিক্ত অনুভূতি।
তোমায় দেব মেনকার নুপুরের কিঙ্কর ধ্বনি,
তুমি নাচবে ভৈরবীর ত্রিতাল নৃত্য।
আমি তোমায় দেখাব দূর-দিগন্তের অসীমতা,
যেথা দেখবে তুমি আকাশ-মাটির সুতীব্র মিতালি।
আমি হারিয়ে যাব স্বপ্নের ক্রান্তিলগ্নে,
হারিয়ে যাব তোমায় নিয়ে স্বপ্নলোকের দেশে।
রূপকথার রাজকন্যার সকল রূপের ছটা ছিনিয়ে আনব তোমার জন্য,
দেবালয়ের সব আলো ফিকে হয়ে যাক তোমার রূপের আলোয়।
বাস্তবতার বিমুখতায় গুঁড়িয়ে দেব সব নষ্টামি, ভ্রষ্টামি।
তারপর শুধুই নিসর্গের মাঝে স্বর্গীয় সুখ।
এসো, ধরো হাতখানি মোর, স্বর্গে যাব।



বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।