ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলানিউজ-রকমারি’র যৌথ আয়োজনে প্রতিদিন হাজার টাকার বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
বাংলানিউজ-রকমারি’র যৌথ আয়োজনে প্রতিদিন হাজার টাকার বই

অমর একুশে গ্রন্থমেলায় (ফেব্রুয়ারি, ২০১৬) দেশের সর্ববৃহৎ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ ও অনলাইন বুকশপ রকমারি.কম যৌথভাবে ‘প্রতিদিনের বইমেলা কুইজ’ ও ‘প্রতিদিনের বইমেলার সেরা ক্রেতা’ শীর্ষক দুটি ইভেন্ট আয়োজন করবে।

প্রতিদিনের বইমেলা কুইজে থাকবে একটি করে প্রশ্ন।

প্রতিদিন সঠিক উত্তরদাতাদের মধ্যথেকে লটারিতে বিজয়ী একজন পাবেন রকমারি.কম থেকে নিজ পছন্দমতো ৫০০ টাকার বই কেনার সুযোগ। এবং পরবর্তী এক বছর রকমারি.কম থেকে যেকোন অর্ডারে—ফ্রি শিপিং সার্ভিস।

এছাড়া রকমারি ও বাংলানিউজের একটি টিম বইমেলা তন্নতন্ন করে প্রতিদিনই খুঁজে বের করবে ওইদিনের একজন সেরা ক্রেতাকে। ক্রয়কৃত বইয়ের পরিমাণ, উদ্দেশ্যের মাহাত্ম্যসহ সামাজিক ও মানবিক কাণ্ডজ্ঞানের ভিত্তিতে উপস্থিতভাবে একজন সেরা ক্রেতা নির্ধারণ করা হবে।

প্রতিদিনের একজন সেরা ক্রেতাও রকমারি.কম থেকে নিজ পছন্দমতো ৫০০ টাকার বই ও এক বছরের ফ্রি শিপিং সুবিধা পাবেন।

উল্লেখ্য, গত বছরও বাংলানিউজ ও রকমারি.কম যৌথভাবে এ দুই ইভেন্টের আয়োজন করেছিল। পুরো বইমেলাজুড়েই ইভেন্ট দুটি সফলভাবে অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
টিকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।