ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

শুক্রবার ঢাবি-তে খড়িমাটির আয়োজনে কবিতাপাঠ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
শুক্রবার ঢাবি-তে খড়িমাটির আয়োজনে কবিতাপাঠ

আগামী ২২ জানুয়ারি শুক্রবার বিকাল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘নক্ষত্রে সাজানো ডানা’ শীর্ষক কবিতাপাঠের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম থেকে প্রকাশিত ছোটকাগজ ‘খড়িমাটি’ এই অনুষ্ঠানের আয়োজক।



এতে কবিতা পড়বেন—কবি নির্মলেন্দু গুণ, রুবী রহমান, শিহাব সরকার, ফরিদ কবির, সরকার মাসুদ, জুয়েল মাজহার, ভাগ্যধন বড়ুয়া, শিবলী মোকতাদির, শামীম রেজা, মানজুর মুহাম্মদ, ওবায়েদ আকাশ, জুনান নাশিত, তুষার কবির, সোহেল হাসান গালিব, তারিক টুকু, আলতাফ শাহনেওয়াজ, পিয়াস মজিদ, অচিন্ত্য চয়ন ও দ্বিত্ব শুভ্রা।

খড়িমাটি সম্পাদক মনিরুল মনির এ আয়োজন প্রসঙ্গে বলেন, “কবিতার প্রথাগত খোলনলচে পাল্টে দেয়ার প্রয়াসে এক যুগেরও বেশি সময় ধরে ‘খড়িমাটি’ কাজ করে যাচ্ছে এবং কবিতাচর্চার এক বিশুদ্ধ প্লাটফর্ম হিসেবে ইতোমধ্যেই নিজের অনিবার্যতাকে জানান দিয়েছে!

এরই ধারাবাহিকতায় ‘খড়িমাটি’ আবারও ষাট থেকে দ্বিতীয় দশকের কবিদের ঋদ্ধতম উচ্চারণ পাঠকের কাছে পৌঁছে দিতে আয়োজন করছে ‘নক্ষত্রে সাজানো ডানা’ নামক কবিতাপাঠ অনুষ্ঠানের। ”

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত জানিয়ে কবিকণ্ঠে কবিতা শুনতে আগ্রহী-সকলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।



বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬ৎ
টিকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।