ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

দূর্বালতাগুচ্ছ; নিশিথের শিশির | আহমেদুর রশীদ

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
দূর্বালতাগুচ্ছ; নিশিথের শিশির | আহমেদুর রশীদ

১.
ডিসেম্বরের নিমগ্ন নির্জন শীতে
সমুদ্রের এক রাশ ঢেউ
যেন উজ্জ্বল এক ফতুয়ার পিঠে
পাঞ্চক্লিপে আটকে রাখে কেউ
আশ্চর্য ভাস্কর্য সে
কুয়াশার রঙে আঁকা এবসার্ট চিত্রকল্পকলা

২.
ভুল করে বুঝি বা ফেলে গিয়েছো এই গোলাপ
ভুল ভেঙ্গে গেলে একদিন এসে ফিরিয়ে নিয়ে যাবে
সেই আশায়
আমি গোলাপের পাহারাদার হয়ে আছি

৩.
কোনো একদিন
ফিরে এসে
হাঁটুতে চিবুক রেখে
যদি বলি; আয়
আসবি না?
আসবি।

৪.
অচেনা সন্ধ্যার হাওয়ায়
উড়েছে চুল তোমার
রিকশার খোলা হুড পেরিয়ে
সন্ধ্যা উড়েছে যেন
সিল্কি চুলের গাঢ় বেদনায়

৫.
সেই কবে হৃদয় উড়ে গেছে
পাখির মতো ডানা মেলে
উড়ে গেছে এরোপ্লেনের মতো,
রানওয়ে ভেবে বারবার
হৃদয় আমার
নেমেছে যবের ক্ষেতে

৬.
হে আমার চির বিষণ্ণ সুবোধ ঘাসফুল
তোমার কাছে ডুবিয়ে রেখেছি তাহার চিবুক
শৈশবের ইশকুল

৭.
খুঁজেছি প্রেম
সাঁতার কেটেছি অবুঝ উজানে
ভালোবাসার জন্য কাঙাল হয়েছি
প্রেমিক হতে পারিনি তবু



বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।