ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

ঢাকা লিট ফেস্ট শুরু বৃহস্পতিবার

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ঢাকা লিট ফেস্ট শুরু বৃহস্পতিবার

ঢাকা: রাত ফুরোলেই শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ‘ঢাকা লিট ফেস্ট’। এ উপলক্ষে রঙিন সাজে বাংলা একাডেমি চত্বর সাজানো হয়েছে।



বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তিনদিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এবারের সাহিত্য সম্মেলনে ১৪ দেশের ২৫০ জনের বেশি অতিথি অংশ নেবেন। শতাধিক সেশনে ২৫০ প্যানেলিস্ট আলোচনা করবেন, রাজনীতি, সাহিত্য, ক্রিকেট, চলচ্চিত্র, টেলিভিশন এবং জীবনযাপন নিয়ে।

বেলা ১১টায় উদ্বোধন হলেও লিট ফেস্টের অনানুষ্ঠানিক শুরু হবে বেলা ১০টায়। আরমিন মুসার নেতৃত্বে সুরের মোহনায় ভেসে উঠবে বাংলা একাডেমি চত্বর। এর পরই উদ্বোধনের আয়োজন। সে সময় বক্তব্য রাখবেন ভারতীয় লেখক ও রাজনীতিক নয়নতারা শেহগাল।

১২টায় মূল মঞ্চে কাজী আনিস আহমেদের পরিচালনায় ব্রিটিশ সাংবাদিক জন স্নো, ভারতীয় শিক্ষাবিদ রমাচন্দ্র গুহ এবং নারীবাদী সংগঠন ওয়াওয়ের প্রতিষ্ঠাতা জুড কেলি বসবেন ‘দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড’ প্যানেল নিয়ে।

১টা থেকে শুরু হবে ফারুক ওয়াসিফের সঞ্চালনায় ‘জাতীয়তাবাদের বৃত্ত ভেঙ্গে’। একই সময় ফাররুখ ধোন্ডি কেকেটি ভারতে ইংরেজি ভাষার বিবর্তন নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করবেন।

২টায় মূল মঞ্চে খ্যতনামা অভিনেতা আলী জাকের এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর আলোচনা করবেন তাদের ‘মঞ্চ জীবন নিয়ে’।   

এছাড়া দিনব্যাপী রয়েছে কবিতা পাঠ, বইয়ের মোড়ক উন্মোচন, নৃত্যায়োজন, ওয়াসাফিরি জার্নালের বাংলাদেশ সংখ্যার মোড়ক উন্মোচন, শিশুদের জন্য গল্প বলাসহ আরও অনেক আয়োজন।

এবারের উৎসবে আলো ছড়াতে আসবেন স্বনামধন্য কথাসাহিত্যিক নয়নতারা শেহগাল, ব্রিটিশ সাংবাদিক এবং টেলিভিশন উপস্থাপক জন স্নো, কিউবান শীর্ষ বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক ইয়োস, কেনিয়ার শিশু সাহিত্যিক ও বক্তা মুথোনি গারল্যান্ড,পাকিস্তানি মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর, ফিলিস্তিনি কবি ঘাসান জাকতান, ঔপন্যাসিক অমিত চৌধুরী এবং ভারতীয় কবি অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রা।

এছাড়াও চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হ্যারল্ড ভারমোসকে সম্মাননা দেওয়া হবে এবারের ঢাকা লিট ফেস্টে। হ্যারল্ড চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হলেও প্রথম জীবনে সাহিত্য বিষয়ে স্নাতক করেছেন।

বিশ্বখ্যাত জার্নাল ওয়াসাফিরিতে প্রথমবারের মতো বাংলাদেশ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠিত হবে এই উৎসবে। এই সংখ্যায় বাংলাদেশের লেখকদের লেখা প্রকাশিত হবে। জার্নালের সম্পাদক সুশীলা নাসটা উৎসবের আয়োজক অতিথি সম্পাদক আহসান আকবর ও কাজী আনিস আহমেদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

ঢাকা লিট ফেস্টকে সামনে রেখে ঢাকা ট্রান্সলেশন সেন্টারের উদ্যোগে লাইব্রেরি অব বাংলাদেশ শিরোনামে এবার প্রকাশিত হতে যাচ্ছে সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক ও সৈয়দ মনজুরুল হকের বই।

পুরো ঢাকা লিট ফেস্ট আয়োজিত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায়। এর টাইটেল স্পন্সর ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন, প্ল্যাটিনাম স্পন্সর সিটি ব্যাংক।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে রয়েছে ‘যাত্রিক’। কো-হোস্ট হিসেবে রয়েছে বাংলা একাডেমি। এ

ছাড়াও গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে, ওরিয়ন ফুটওয়ার, ইউল্যাব ও ব্র্যাক ব্যংক। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে, পুনর্ভা লিমিটেড ও ইগনাইট পাবলিকেশন লিমিটেড।

ঢাকা লিট ফেস্টে নিবন্ধন ও বিস্তারিত জানার জন্য ভিসিট করুন- http://dhakalitfest.com

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।