ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

একজোড়া কবিতা | সাদ রহমান

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
একজোড়া কবিতা | সাদ রহমান

দুনিয়া

রইদের উপরে উপরে চলি তবু রইদের নিচ দিয়াই
হাঁটতেছি। মহাকাল ধইরা ধইরা যাইতেছি যদিও
পাইতেছি হুদা কাউয়াদের বাড়ি।

আমি ওইখানে
থামতেছি কি থামেতেছি না। তাহা
তুমিই বলো দেখি। হাজার কাউয়ার ভিড়ে
আমারে দেখিতে কি পাও? ওগো

রইদের উপরে উপরে তবু রইদের ভেতরে ভেতরে
মহাকালের মধ্যখানেই আমি রইছি কি না বলো
হা কইরা। ওই কাউয়াদের বাড়ির দিকে


কাঁটাবন

তো, একবার আমি গেছিলাম
পাখির দোকানে
অনেক খাঁচার ভেতরে পাখি
আমারে ডাকতেছিল
আমি তাকাইয়া
দেখতেছিলাম ঘড়ি
সন্ধ্যা হইতে হইতে পথে
মনে লাগল আমার
পাখির বুঝি সন্ধ্যা নাই?

তা, অল্প অল্প কিছু কিছু
পাখি টিপ্পনী কাটতেছিল
আমারই চোখের দিকে
আমি দেখতেছিলাম
রাস্তার জ্যাম শুধু
মানুষেরা চায়া আছে
পাখির দোকানে আর
পাখিগুলা আমার দিকে
চোখটেপা দিয়া মায়া মায়া
ভাব করতেছে ফলে
ভাবতেছি জ্যামের মতোই
পাখিও কি ঠিক ততই স্থবির?



বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।