ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

সময় হলো সৃষ্টিশীল কাজের বড় বিচারক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
সময় হলো সৃষ্টিশীল কাজের বড় বিচারক সেলিনা হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সত্যিকারের সাহিত্য একই সঙ্গে বিচারের মানদণ্ড উতরিয়ে যাবে এবং জনপ্রিয় হবে। সময় হলো সবচেয়ে বড় বিচারক যে কোনো সৃষ্টিশীল কাজের জন্য।

পাঠক চায় তার নিজের সত্তা, যে সত্তায় খুঁজে পায় তার দেশ, মাটি, লেখক সে ভাষায় লিখুক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী চিরকুট সাহিত্য সম্মেলনের দ্বিতীয় জনপ্রিয় সাহিত্য নিয়ে বলতে গিয়ে একথা অভিহিত করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে দুপুর আড়াইটায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘জনপ্রিয় কথাসাহিত্য’ বিষয়ক আলোচনা।

কথাসাহিত্যিক রায়হান রাইনের সভাপতিত্বে কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জাকির তালুকদার, বুলবুল সরওয়ার, হামীম কামরুল হক, মানস চৌধুরী আলোচনা করেন।

হামীম কামরুল হক বলেন, সাহিত্য সাহিত্যই। জনপ্রিয় সাহিত্য বলে সাহিত্যকে একটা ক্যাটাগরিতে অর্ন্তভুক্ত করা উচিৎ নয়। জনপ্রিয় সাহিত্য মূলত ভালো সাহিত্যকে আড়াল করার প্রয়াস মাত্র।

এই অধিবেশনে চিরকুট অনলাইন প্রতিযোগীদের পুরস্কার ও অতিথিদের সম্মাননা পদক দেওয়া হয়।

দ্বিতীয় অধিবেশনে দ্বিতীয় পর্বে বিকেল ৪টায় ‘অনলাইন সাহিত্য’ বিষয়ে গল্পকার খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা করেন কবি মাহবুব আজিজ, কবি আলতাফ শাহনেওয়াজ ও সুমন্ত আসলাম।

পরে সাহিত্য সম্মেলনের আহ্বয়াক সুদীপ্ত শাহাদাতের সমাপনী বক্তব্যের মাধ্যমে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শেষ হয়।

এর আগে একই স্থানে সকাল সাড়ে ১০টায় ‘আধুনিক বাংলা কবিতা’ শীর্ষক আলোচনাসভায় কবি খালেদ হোসাইনের সভাপতিত্বে আলোচনা করেন কবি আসাদ চৌধুরী, জাহাঙ্গীর ফিরোজ ও শামীম রেজা। বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর।

শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী সাহিত্য সম্মেলন শেষ হবে রোববার। চিরকুট সাহিত্য সম্মেলনে দেশের প্রথিতযশা ও দেশবরেণ্য অর্ধশতাধিক কবি, কথা সাহিত্যিক, নাট্যকার, সমালোচক উপস্থিত থাকবেন।

সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।