ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

জোড়া কবিতা | সাইফুল্লাহ মাহমুদ দুলাল

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
জোড়া কবিতা | সাইফুল্লাহ মাহমুদ দুলাল

হিমাদ্রি

দাঁড়িয়ে থাকা মানে গাছপায়ে ঘুরে দাঁড়ানো, হাঁটাহাঁটি, ভ্রমণ,
বসে থাকা কেদারায় ডিনার, বিশ্রাম বা স্মৃতির জাবর কাটা।
শুয়ে থাকা নদী-ঘুম আর সঙ্গম।



আমাদের হিমাদ্রির কিছুই হলো না! না হাঁটা, না জাবর কাটা এবং ঘুম।
হিমাদ্রির স্বপ্নের মধ্যে বড় হতে থাকে ছিটমহল,

                        বড় হতে থাকে হিন্দুস্থান।


মার্বেল

মন্ট্রিয়লের টিকিট কেটে আবারও ভুল করে ট্রেন ছুটে যায় মৈমনসিং
ভুলগুলো ফুলের মাত্রা পায়। ভুলের ব্যর্থতায় নির্মিত হয় কবিতা,
জীবনের ভুলসমূহ দিয়েছে মধুর বেদনা, শিখিয়েছে ভালোবাসতে।

তাকে ভুল করে ভালোবেসে দূরত্বের শেষ প্রান্তে অভিবাসী মার্বেল
হতে পারল না কালের কৃষক, বুঝতে পারল না  শস্যের ভাষা।



বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।