ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

জোড়া কবিতা | গোলাম কিবরিয়া পিনু

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
জোড়া কবিতা | গোলাম কিবরিয়া পিনু

পারমাণবিক ওজন

ছাদের তলবর্তী স্থান—চিলে কুঠরিতে
থাকতে থাকতে
                 অনুভূতি ভোঁতা হয়ে যায়।

দুঃখভোগ ও মৃত্যুর বাইরেও জীবন রয়েছে—
            আনুগত্যের শপথ-উচ্চারণ নিয়ে
নিজের পারমাণবিক ওজন মাপা যায়?

সংগীতের স্বরগ্রাম আয়ত্তে নেওয়ার পর
                   বিস্ফোরণ হতে পারে কণ্ঠে—
যার জন্য অধিগম্য দিন তৈরি করে নিতে হয়।



নিজের উঠান ছাড়াও আরো উঠান রয়েছে
উঠানের বাইরে যেতে হয়—
               না হলে সূর্যালোক দেখা যায় কি?


জলভূমি

তোমার পালক বেড়ে যাচ্ছে
                  লম্বা হচ্ছে দু’পা
গলা দীর্ঘ হচ্ছে!

তুমি কি জলচর পাখি? কানঠুটি? কলহংস?
বংশ বাড়ানোর ইচ্ছে নিয়ে
                 আমাদের জলভূমিতে!

তোমার পালক আরো গোলাপি হচ্ছে
কিচিরমিচিরও বাড়ছে
                 বাড়ছে দুর্বৃত্তসুলভ আচরণ
শস্য মাড়ানোর পর জল নষ্ট করার তাণ্ডব—
এরপরও জলঅধিকারের কথা ভুলে যাব?



বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।