ঢাকা, রবিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

শিল্প-সাহিত্য

জোড়া কবিতা | মাসুম মুনাওয়ার

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ২৪, ২০১৫
জোড়া কবিতা | মাসুম মুনাওয়ার

গিট্টু
___________________________________

বুদ্ধি, শরীরের মেদ বেড়েই চলেছে
মেদ কমাতে দৌড়াই একশ মাইল
ঘাম ঝরাতে পারি না একফোঁটা
বুদ্ধির মেদ জট পাঁকায় খুলতে গেলে
আটকে যায়, জট থেকে গিট্টুতে রূপ নেয়
আমি অসহায় হয়ে যাই তোমার পাশে

সেকেন্ডে ঘেমে উঠি, মিনিটে গোসল
ঘণ্টায় সাঁতরাতে থাকি
কাঁপা রোগ হয়, তুমি হাসো

আমার পৃথিবী ছোট হয়ে আসে
আলোতে অন্ধকার দেখি, অন্ধকারে অথৈ সাগর
তুমি ফিক করে হেসে ওঠো
লজ্জায় মরে যাই আমি, বুদ্ধির মেদ বাড়তে থাকে
আমি আরও অসামাজিক হয়ে উঠি।


বড় হওয়ার ভয়
___________________________________

জীবন বড় কঠিন
সময় চলে যায় জীবনের অভিজ্ঞতা বাড়ে।


আমার বয়স ঠাঁয় পড়ে থাকে
আমি শিশুর মতো বেড়ে উঠি
 
আমাকে স্পর্শ করে বড় হওয়ার ভয়
আমি পৃথিবী দেখি শিশুর চোখে

undefined



undefined



বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।