ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়ায় ২ দিনব্যাপী কবি সম্মেলন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
বগুড়ায় ২ দিনব্যাপী কবি সম্মেলন শুরু

বগুড়া: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে দুই দিনব্যাপী কবি সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কবি প্রাবন্ধিক আমিনুল ইসলাম।

এর আগে একটি কবি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা গবেষক ড. বেলাল হোসেন এবং এসময় স্বাগত দেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।

বাচিক শিল্পী অলক পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

শুভেচ্ছা বক্তব্য দেন- বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, প্রগ্রেস শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা কবি মাহমুদ হোসেন পিন্টু। উদ্বোধনের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কবি সম্মেলনের প্রথম দিনের কর্মসূচির মধ্যে ছিল- কথা ও কবিতা, ‘বাংলাদেশের কথাসাহিত্যে উল্লেখযোগ্য পুরুষ’, ‘লিটল ম্যাগাজিন আন্দোলন: ম্রিয়মাণ সময় ও উত্তরণের উপায়’ এবং ‘কবিতায় প্রয়োজন উপযোগী তারুণ্য’ বিষয়ক আলোচনা। পর্বসমূহে সভাপতিত্ব করেন রোকেয়া ইসলাম, হাবিব ওয়াহিদ শিবলী, নাজমুল হেলাল ও আরিফুল হক কুমার।  

আলোচনায় অংশ নেন- আলমগীর মালেক, কামরুল বাহার আরিফ, মতিয়ার রহমান, ফরিদ ছিফাতুল্লাহ, তুষার কবির, কুশল ভৌমিক, বকুল আশরাফ, ড. বিনয় বর্মণ, জিল্লুর রহমান, নাহিদা আশরাফী, নূর কামরুন নাহার, ম্যারিনা নাসরিন, আব্দুর রাজজাক বকুল, কামরুন নাহার শীলা, মাহবুবা লাভীন, আলী রেজা, ফিরোজ শাহ, এমরান হাসান, রনি অধিকারী, হিরণ্য হারুন, সাফওয়ান আমিন, মোহাম্মদ নাসির। সঞ্চালনা করেন সিকতা কাজল, মাহফুজ ফারুক, সাবিনা ইয়াসমিন ইতি, অদিতি রায়, শাহিদা সাথী ও শাহাদত হোসেন।

স্বরচিত কবিতা পাঠ করেন হাসনাত আমজাদ, তিথি আফরোজ, শামীমা নাইস, আশরাফুল নয়ন, অনিন্দ্য তুহিন, মোসতাফা আনসারী, যতন কুমার দেবনাথ, তাহমিনা শিল্পী, তাহমিনা কোরাইশী, বঙ্গ রাখাল, আদ্যনাথ ঘোষ, সাকিল মাসুদ, নুরজাহান নীরা, আশরাফ খান, ইয়ার খান, সাকিব সাকিল, মোহাম্মদ নাসির, মারুফ আহমেদ নয়ন, নিরঞ্জন হীরা, কমল কুজর, হারাণু পথিক, অরণ্য খান, খালিদা তালুকদার, ওয়ায়েজ রেজা, এইচ আলিম, সিকতা কাজল, কামরুন নাহার কুহেলী, হাদিউল হৃদয়, মাহাবুব টুটুল, ড. শামীম আরা, ফিরোজ শাহ, সোহেল মল্লিক, মুহিন তপু, মাহমুদ কাওছার, শাহিদা সাথী, জামসেদ ওয়াজেদ, হিরণ্য হারুন, ইমাম মেহেদী, আলী রেজা, এমরান হাসান, রফিকুজ্জামান রণি, আহমেদ সাব্বির, রেহেনা সুলতানা শিল্পী, সজিব মোহাম্মদ আরিফ, রিজভী হাসনাত, এমরান হাসান, যাহিদ সুবাহান, আশরাফ খান, বকুল আশরাফ, আবু রায়হান, এসএম আনিছুর রহমান, মুনসুর রহমান তানছেন, পবিত্র প্রামাণিক, জীবন শাহা, দ্বীপ সরকার, দীলিপ ঘোষ, অন্য রাসেল, শামীম হোসেন, সাহানা আক্তার, স ম তুহিন, আশ্রাফ বাবু প্রমুখ।  

কবি সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার (৩০ নভেম্বর) কর্মসূচিতে থাকছে কথা ও কবিতা, কবির উপস্থিতিতে কবিতা আবৃত্তি, বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান, ‘তরুণদের বেড়ে ওঠায় সাহিত্য সংগঠনের’ ভূমিকা শীর্ষক আলোচনা ও সমাপনী অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।