ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

মহান যীশু | মানিক পাল

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
মহান যীশু | মানিক পাল

বেথলেহেমের এক
গোয়াল ঘরে
জন্ম হে যীশু তোমার,
কুমারী মাতা মরিয়ম
তব মহিমা অসীম অপার!

হাজারো বাধা পেরিয়ে তুমি
বিলিয়ে দিলে মহিমা,
খ্রিস্ট ধর্ম প্রচারে প্রসারে
ঘুচিয়ে দিয়ে কালিমা।

হলো সৃষ্টি খ্রিস্ট বর্ষ
খ্রিস্টীয় ক্যালেন্ডার,
বিশ্বব্যাপী খ্রিস্টাব্দ সালের
হলো যে ব্যাপক প্রচার

হে যীশু মহান, চির অম্লান
ধন্য বিশাল ভুবন,
শুভ লগ্নে এই বড়দিনে
তোমার আগমন।


সাম্যের কথা বলেছো তুমি
বেঁচে আছে তব বাণী,
দেখে যাও হে ঈশ্বর দূত
কত যে সাম্যের গ্লানি।

দেখে যাও এসে বিশ্বজুড়ে 
কতই না ভেদাভেদ
কারো ঘরে জ্বলে আলো
ঝলমলে
কারো অন্তরে খেদ!

এই শুভ দিন উৎসব শুধু
নয় যে সুখীজনের
বড়দিন হোক মহা উৎসবের
মানবতার, কল্যাণের।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এমজেএফ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।