ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

খেলাঘরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মাখদুমা নার্গিস রত্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
খেলাঘরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মাখদুমা নার্গিস রত্না

ঢাকা: জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস রত্না।  

শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর শিশু কল্যাণ পরিষদে সংগঠনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তিনি এ পদে নির্বাচিত হন।

গত ৪ আগস্ট সংগঠনের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের মৃত্যুর পর তিনি এ পদে স্থলাভিষিক্ত হলেন। আগামী মার্চে কেন্দ্রীয় সম্মেলনের মধ্য দিয়ে খেলাঘরের চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

বৈঠকে সারা দেশ থেকে আসা অতিথিরা বলেন, বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলা। পাশাপাশি সামাজিক নানা অবক্ষয় থেকে শিশুদের সুস্থ ধারায় ফিরিয়ে আনা। নানা পাশবিকতার শিকার হচ্ছে শিশুরা। মাদক, কিশোর গ্যাং, সাইবার বুলিং, ডিভাইস আসক্তি শিশু-কিশোরদের স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার ক্ষেত্রে বড় রকমের অন্তরায় হিসেবে কাজ করছে খেলাঘর।

তারা বলেন, সামাজিক নানা বাস্তবতার কারণে শিশুরা আজ বিপথগামী। দেশজুড়ে সাংস্কৃতিক আগ্রাসন ভয়াবহ মাত্রায় রূপ নিয়েছে। সামাজিক ও পারিবারিক আদর্শ থেকে কোমলমতি শিশু-কিশোরদের দূরে ঠেলে দিয়ে বিকৃত সংস্কৃতি চর্চার দিকে আকৃষ্ট করার চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিশু সংগঠনসহ সব দেশপ্রেমিক মানুষের প্রতি আহ্বান অতিথিরা।

খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মাখদুমা নার্গিস রত্নার সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠকে বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, প্রেসিডিয়াম সদস্য কামাল চৌধুরী, আবদুল মতিন ভূঁইয়া, অধ্যাপক শরীফ আহমেদ, শফিকুর রহমান শহিদ, আলতাব হোসেন, হান্নান চৌধুরী, হাসান তারেক, সুনীল সরকার, অশোকেশ রায়, আবদুল মান্নান, অনিকেত আচার্য, ফিরোজ আলম, সুজন মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।