ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

হারিসুল হকের ‘নির্বাচিত কবিতা’র পাঠ-উন্মোচন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
হারিসুল হকের ‘নির্বাচিত কবিতা’র পাঠ-উন্মোচন

কবি হারিসুল হকের ‘নির্বাচিত কবিতা’র পাঠ-উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এ পাঠ-উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে কবি শিহাব শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কবি কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কবি তারিক সুজাত, আসলাম সানী, রায়হান সিদ্দিকী, টোকন ঠাকুর ও শামীম রেজা।

বিশেষ বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডা. আতিকুর রহমান।

সাহিত্যের ছোট কাগজ কবিতা সংক্রান্তির আয়োজনে পাঠ-উন্মোচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি রনজু রাইম।

অনুষ্ঠানে কবির কাব্যগ্রন্থ এবং সাহিত্য জীবন নিয়ে আলোচনা করা হয়। প্রকাশিত বইটিতে ৬০০টি কবিতা স্থান পেয়েছে। এ পর্যন্ত কবির ২৬টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সেসব থেকে বাছাই করে কবিতাগুলো নির্বাচন করা হয়েছে।

পাঠ-উন্মোচন পর্বে ‘নির্বাচিত কবিতা’ বইটি থেকে কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী শাহাদাত হোসেন নিপু।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।