ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

মৌলভীবাজারে স্বনন সাহিত্য উৎসব অনুষ্ঠিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
মৌলভীবাজারে স্বনন সাহিত্য উৎসব অনুষ্ঠিত 

মৌলভীবাজারে সাহিত্যের ছোটকাগজ স্বননের উদ্যোগে ‘স্বনন সাহিত্য উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এই উৎসবে সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা হয়।

শুরুতে ছিল শোভাযাত্রা। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কবি আব্দুল মতিন। নন্দিতা দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্বনন সম্পাদক সুনীল শৈশব।  

প্রধান অতিথি ছিলেন কবি আসাদ মান্নান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন লোকগবেষক আবুল ফতেহ ফাত্তাহ, কবি মানিক মোহাম্মদ রাজ্জাক, কবি আরিফুল হক কুমার, কবি মায়া ওয়াহেদ, কবি সৌমিত্র দেব। শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক-অনুবাদক রাজু আলাউদ্দিন ও আলমগীর মালিক।  

সিলেটের লোকসাহিত্য বিষয়ক অধিবেশনে সভাপতিত্ব করেন লোকগবেষক সুমন কুমার দাশ। আ স ম সালেহ সুহেলের সঞ্চালনায় আলোচনা করেন মু. আনোয়ার হোসেন রনি, পার্থ তালুকদার, জয়নাল আবেদীন শিবু প্রমুখ।  

 

কথা ও কবিতা বিষয়ক পর্বে সভাপতিত্ব করেন রাজু আলাউদ্দিন। সঞ্চালনা করেন কবি জাবেদ ভূঁইয়া।  

কথাসাহিত্য ও শিল্পচেতনা বিষয়ে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক মনি হায়দার, রুমা মোদক, রিপন আহসান ঋতু প্রমুখ।  

এছাড়া আলোচনার বিষয় ছিল সাম্প্রতিক লিটল ম্যাগাজিন আন্দোলন। এতে সভাপতিত্ব করেন ইসলাম রফিক।  

উৎসবে স্বনন সাহিত্য পুরস্কার ২০২৩ ঘোষণা করা হয়। পুরস্কার পেয়েছেন লেখক-গবেষক স্বপন নাথ। উৎসবের দ্বিতীয় দিন শনিবার (৩০ সেপ্টেম্বর) থাকবে অরণ্যে কবিতা ভ্রমণ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।