ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুন ২০, ২০২৩
শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আয়োজনে বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে কলেজের হল রুমে পুরস্কার বিতরণ করা হয়।

জানা গেছে, ড. নুরুল আমিন কলেজের একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচির আওতায় ২০ জন সদস্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিংবডির সভাপতি আব্দুল লতিফ মুন্সী।

বিশ্বসাহিত্য কেন্দ্র, কলেজ শাখার সংগঠক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এখলাছ উদ্দিন চুন্নুর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন-

ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, উপাধ্যক্ষ দীনেশ চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক প্রগতি সরকার এবং প্রভাষক জুয়েল আহমেদ।

শেষে ২০তম ব্যাচের ২০ জন সদস্যের মধ্যে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ২০, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।