ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

ইবির ঐক্যমঞ্চের নেতৃত্বে জুঁই-মাহমুদ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
ইবির ঐক্যমঞ্চের নেতৃত্বে জুঁই-মাহমুদ

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ (ঐক্যমঞ্চ)-এর ২০২৩-২৪ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সামাজিক সংগঠন তারুণ্যর সভাপতি আশিফা ইসরাত জুঁইকে আহ্বায়ক এবং স্বেচ্ছাসেবী সংগঠন লণ্ঠনের সভাপতি মাহমুদুল হাসানকে সদস্য সচিব করা হয়েছে।

আগামী ৬ মাস তারা দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২০ জানুয়ারী) বিকেলে ক্যাম্পাসের জিমনেশিয়ামের সামনে অনুষ্ঠিত ঐক্যমঞ্চের জরুরি সভায় নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

এসময় বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে গত পহেলা জানুয়ারি এ কমিটির অনুমোদন দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সংগঠনটির সদ্য সাবেক আহ্বায়ক ও আবৃত্তি আবৃত্তির সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী।

তিনি জানান, ঐক্যমঞ্চের অধীন সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। নবগঠিত কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবেন। কমিটি গঠনের ক্ষেত্রে ঐক্যমঞ্চের সদস্য সংগঠনের প্রতিষ্ঠাকালীন জ্যৈষ্ঠতার ভিত্তিতে আহ্বায়ক ও সদস্য-সচিব নির্বাচন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘন্টা, জানুয়ারি ২০, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।