ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আ’লীগের সম্মেলন সফল হওয়ায় আমিরাতে উৎসব

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আ’লীগের সম্মেলন সফল হওয়ায় আমিরাতে উৎসব

আবুধাবি: আওয়ামী লীগের ২০তম সম্মেলন সফল হওয়ায় উৎসব উদযাপন ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আওয়ামী লীগ।  

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে আবুধাবির মিলিনিয়াম কর্নিশ পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুধাবি আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ শহিদ, আর পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী।

এতে বক্তারা বলেন, আওয়ামী লীগ বিশ্বের মাঝে একটি মডেল সংগঠনে পরিণত হয়েছে। এ দলের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কাউন্সিলরদের শুভেচ্ছা জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ