ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আবুধাবিতে যুবলীগের আহ্বায়ক কমিটি

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
আবুধাবিতে যুবলীগের আহ্বায়ক কমিটি

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি মোসাফফাহ যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) আবুধাবি মোসাফফাহ স্থানীয় একটি হলে কমিটি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উদযাপন উপলক্ষে এক সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন, আমিরাত যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম। শুরুতে কোরান  তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ নাসিম।

আমিরাত যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল শেখের পরিচালনায় ও মোসাফফাহ যুবলীগ নেতা হাজি আব্দুল হান্নানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, আমিরাত যুবলীগের সহ সভাপতি মুহাম্মদ হোসেন মনু, কমিটির সহ সভাপতি শেখ কামাল, সহসভাপতি মুহাম্মদ আলী চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ কাইয়ুম, সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল শেখ, কমিটির দপ্তর সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান।

সভা শেষে হাজি আব্দুল হান্নানকে আহ্বায়ক ও মুহাম্মদ মাহবুবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ