ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

কোটালীপাড়ায় কৃষক মাঠ স্কুল উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
কোটালীপাড়ায় কৃষক মাঠ স্কুল উদ্বোধন

গোপালগঞ্জ: "মুজিববর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার" এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুল উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে লাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক মাঠ স্কুল উদ্বোধন করা হয়।


 
উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিলন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ৈ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্তোষ ঘরামী, বিজন বিহারী দত্ত, করুনা বৈদ্য, বিকাশ সরকার ও স্থানীয় কৃষাণ-কৃষাণিরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা নিটুল রায় জানান, এ মাঠ স্কুলের প্রধান লক্ষ্য হলো পরিবেশবান্ধব উৎপাদনে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া। কৃষকেরা যেন তাদের জমিতে কীটনাশক কম ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করতে পা‌রেন, সে লক্ষ্যে কোটালীপাড়া উপজেলায় মোট তিনটি মাঠ স্কুল প্রতিষ্ঠা করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।