ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

সুনামগঞ্জে ধান ক্রয়ের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
সুনামগঞ্জে ধান ক্রয়ের উদ্বোধন

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে সরকারিভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ইউনিয়নের লালপুর বাজারে এই ধান চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়। এ সময় কৃষি কার্ড দেখে প্রকৃত কৃষকের কাছ সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করা হয়।

কৃষি মন্ত্রীর সঙ্গে ছিলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। এছাড়াও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পৌর মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সদর উপজেলা চেয়ারম্যান খাইরুল হুদা চপল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।